বিনোদন ডেস্ক : হলিউড অভিনেতা জর্জ ক্লুনি পাঁচ দশকের বেশি সময় আগে ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ এই ক্যারিয়ারে দুবার পেয়েছেন একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। সোমবার এই অভিনেতার ৬৩তম জন্মদিন ছিল। বিশেষ এই দিনে বেরিয়ে এসেছেন জর্জ ক্লুনি সম্পর্কে জানা–অজানা অধ্যায়।
মাত্র ১৩ বছর বয়সেই অভিনয় শুরু করেন জর্জ ক্লুনি। কিন্তু প্রথম সিনেমার টাইটেলে তার নাম ছিল না। অভিনয় করতে পারবেন কি না এই নিয়ে দোটানায় ছিলেন। শৈশব থেকেই সংগ্রাম করতে হয়েছে। সেই সময়ে সাইকেল চালিয়ে কিশোর ক্লুনি অডিশনে যেতেন।
অভিনেত্রী সান্ড্রা বুলক তার ২৫ বছর ধরে ভালো বন্ধু। ক্যারিয়ার শুরুর পর দুজনই জনপ্রিয়তা পান। কিন্তু এই দুই বন্ধুর একসঙ্গে সিনেমা করা হচ্ছিল না। ২৫ বছরের বন্ধুত্বের পর অবশেষে ২০১৩ সালে তারা ‘গ্র্যাভিটি’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সুযোগ পান।
তিনি ম্যালেরিয়ায় ভুগছেন। নিয়মিতই তাকে ভুগতে হয়। চিকিৎসক বলে দিয়েছেন, সারা জীবন তাকে ম্যালেরিয়া রোগটি বহন করে চলতে হবে। এ ছাড়া পেটের আলসার থেকে রক্তপাতের মতো ঘটনাও ঘটে বলে শারীরিক অসুস্থতা নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছিলেন।
জনপ্রিয় এই অভিনেতা দ্বিতীয় পুরুষ তারকা, যিনি ‘ভোগ’ ম্যাগাজিনের কভারে জায়গা করে নিয়েছিলেন। তার আগে শুধু অভিনেতা রিচার্ড গিয়ার এই তালিকায় জায়গা পেয়েছিলেন।
ক্যারিয়ারে তিনি ছয়বার অস্কারে মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে দুবার জিতেছেন। সাইকেল চালিয়ে অডিশনে যাওয়া এই তারকা পাদপ্রদীপের আলোয় আসেন এক যুগের বেশি সময় পর। এই তারকা বর্তমানে ৫০০ মিলিয়ন ডলারের মালিক।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২৫ বছর ধরে নিজেই একটি পুরোনো দিনের ফ্লোবি ব্যবহার করে নিজের চুলের স্টাইল করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।