জুমবাংলা ডেস্ক : রাজধানীতে পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানের বিরুদ্ধে সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন (লিভ টু আপিল) খারিজ করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে ঐশীকে এই মামলায় আপিলের অনুমতি (লিভ টু আপিল মঞ্জুর) দেয়া হয়েছে।
উভয়পক্ষের শুনানি করে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। ঐশীর পক্ষে ছিলেন আইনজীবী ফয়সল এইচ খান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, ঐশীকে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন। আপিলের পর হাইকোর্ট বিভাগ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই দণ্ড থেকে খালাস চেয়ে ঐশী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল (লিভ টু আপিল) করে। আবার রাষ্ট্রপক্ষ তার সাজা বৃদ্ধি চেয়ে আপিল বিভাগে আরেকটি লিভ টু আপিল করে।
তিনি বলেন, আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দেন। আর ঐশীর লিভ টু আপিল মঞ্জুর করেছেন। অর্থাৎ এখন তার যাবজ্জীবন দণ্ড বহাল থাকবে কি-না সেটির ওপর আপিল শুনানি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।