Views: 874

বিনোদন

সেই ছোট্ট দীঘি এবার বাপ্পির নায়িকা

বিনোদন ডেস্ক: একসময় বিজ্ঞাপন বা বড় পর্দায় শিশুশিল্পীর ভূমিকায় দীঘির অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। একের পর এক অভিনয়ে জানান দিচ্ছিল, নায়িকা হওয়াটা শুধু সময়ের ব্যাপার। এরপর শাকিব খানের নায়িকা হিসেবেও তার নাম জড়িয়েছিল। তবে সেটা হয়নি। চলতি বছর নবাগত শান্তর সঙ্গে পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে চমকে দেন দীঘি।

এবার দিলেন আরেক সুখবর। ঢাকাই ছবিতে নতুন জুটি হতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও দীঘি।


গতকাল (১৭ অক্টোবর) চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ছবিটির নাম ‘তুমি আছো তুমি নেই’। পরিচালনা করবেন সিনি ইসলাম।
জানা যায়, আগামী মাসে এর শুটিং শুরু হবে। পর্দায় আসবে ২০২১ সালে।

বিষয়টি নিয়ে দীঘি বলেন, ‘‘মাত্রই একটি পুরো ছবির কাজ শেষ করলাম। এটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। তাই এখন আপাতত বিশ্রামে আছি। কয়েক দিনের মধ্যে আবার ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। এর মধ্যেই ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি ভালো কিছু হবে।’’

পাশাপাশি শাপলা মিডিয়ার পাঁচটি ছবির নায়িকা হিসেবে অভিনয় করবেন দীঘি। ছবিগুলো নির্মাণ করবেন কাজী হায়াৎ, মালেক আফসারী, এফ আই মানিক, শাহ আলম কিরণ ও অপূর্ব রানা।

এদিকে বাপ্পি চৌধুরী এখন ব্যস্ত আছেন আশরাফ শিশিরের ‘৫৭০’ ছবির কাজ নিয়ে। এতে তাকে একজন সেনা সদস্য হিসেবে দেখা যাবে।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool


আরও পড়ুন

প্রেমে পাগলামি না থাকলে আদরকে লোকে পর্নোগ্রাফি বলবে: স্বস্তিকা

Saiful Islam

ভিড়ের মধ্যে অসভ্যতা, আঙুল মটকে দিলেন নায়িকা

Saiful Islam

শাহরুখের লন্ডনের বাড়ি আর অক্ষয়ের টাকা চান কারিনা!

Shamim Reza

কঙ্গনাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি

Shamim Reza

ডি ভিলিয়ার্সের তোলা বিরাট-আনুশকার অন্তরঙ্গ ছবি ভাইরাল!

Shamim Reza

প্রীতি জিনতার উদ্দেশে দেয়া সালমান খানের সেই টুইট ভাইরাল

Shamim Reza