আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেলে লাইভ নিউজের মধ্যেই প্ল্যাকার্ডে ‘নো ওয়ার’ লিখে প্রতিবাদ করেছিলেন এক নারী সাংবাদিক। এই ঘটনা বিশ্বজুড়ে তোলপাড় ফেলে। তাকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদও করেছিল রুশ কর্তৃপক্ষ। মূলত ইউক্রেনে রুশ সেনা অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ওই সাংবাদিক।
এবার সেই সংবাদকর্মীকে বিশ্বাসঘাতক বলেছেন, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের সংবাদ বিভাগের প্রধান কিরিল ক্লেমেনভ। নারী সাংবাদিক ম্যারিনা ওভিয়ানিনকোভার এই আচরণের সমালোচনা করে তিনি বলেন, ‘ভেতরের আবেগের বহিঃপ্রকাশ এক বিষয়, আর বিশ্বাসঘাতকতা আরেক বিষয়।’ ম্যারিনা পরিকল্পিতভাবেই এমনটা করেছেন বলে দাবি করেছেন এই রুশ কর্তা।
লাইভ সংবাদে ম্যারিনা প্ল্যাকার্ডে শুধু ‘যুদ্ধ চাই না’ বলেই থামেননি। তিনি আরও লিখেছিলেন, ইউক্রেন অভিযান সম্পর্কে রুশ গণমাধ্যম যে খবর দিচ্ছে তাও মিথ্যা। এই ঘটনায় তাকে আটক করা হয়েছে, সাথে ৩০ হাজার রুবল জরিমানাও করা হয়েছে।
রুশ গণমাধ্যম প্রধানের দাবি, অন্য কারো উপঢৌকনের আশায় তিনি সব রাশিয়ানের সাথে ঠাণ্ডা মাথায় বেইমানি করেছেন। তবে কোনো দেশের নাম তিনি উল্লেখ করেননি।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।