আন্তর্জাতিক ডেস্ক : ইতালির বন্দরে আটক রাশিয়ার মেগা ইয়টের মালিকানা ঘিরে সৃষ্টি হয়েছে রহস্যের। ওই বিলাসবহুল প্রমোদতরীটির মালিক স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে জল্পনা শুরু হয়েছে। শনিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইতালীয় কর্তৃপক্ষ শুক্রবার শেহেরজাদে নামে ওই প্রমোদতরী আটক করে। এরপর তদন্তে ওই প্রমোদতরীর সঙ্গে ‘রুশ সরকারের সংশ্লিষ্টতার’ ইঙ্গিত পাওয়ার পর তুস্কান বন্দর ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে একটি ডিক্রি জারি করেছেন ইতালির অর্থমন্ত্রী।
এ ব্যাপারে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইতালির পুলিশ তদন্তে দেখেছে, ওই প্রমোদতরীর সুবিধাভোগী মালিকের ‘উল্লেখযোগ্য অর্থনৈতিক বাণিজ্য সংযোগ’ রয়েছে। এমনকি ২০১৪ সালের নিষেধাজ্ঞার তালিকাতেও ওই প্রমোদতরীর নাম রয়েছে।
প্রসঙ্গত ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়ার ওপর এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়ন।
অবশ্য শেহেরজাদের মালিক পুতিন নাকি রুশ ধনকুবের সেই রহস্যের সমাধান হয়নি।
২০১২ সালে জার্মান কোম্পনি লুয়ারসেন ১৪০ মিটার দৈর্ঘ্যের মেগা ইয়টটি নির্মাণ করে। ইয়ট এবং তাদের মালিকদের নিয়ে গবেষণা সংস্থা সুপারইয়াটফ্যান ওয়েবসাইট অনুযায়ী, মেগা ইয়টটির দুটি হেলিপ্যাড, একটি সুইমিং পুল এবং একটি সিনেমা থিয়েটার রয়েছে।
মেগা ইয়টের মালিককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে ইতালির পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।