বিনোদন ডেস্ক : একটি ভিডিও বদলে দিয়েছে রানু মন্ডলের জীবন। লতা মঙ্গেশকরের গাওয়া ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ গাওয়া ভিডিও-র মাধ্যমে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যান রানু। এরপরই বলিউডের নামকরা সুরকার হিমেশ রেশমিয়ার সঙ্গে তারই ছবিতে গেয়েছেন ডুয়েট গান।
জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলা রানু এখন পেয়ে যাচ্ছেন অফুরন্ত। বলিউড ভাইজান সালমান খান তাকে দিয়েছেন ৫৫ লক্ষ টাকার বাড়ি। এবার ভাইজানের ডাকেই বলিউডের অন্যতম জনপ্রিয় শো বিগবসেও আসছেন রানু।
আগামী ২৯ সেপ্টম্বর থেকে শুরু হবে জনপ্রিয় রিয়েলিটি শো বিগবস। যাতে অতিথি হয়ে আসবেন রানু।
১৯৬৫ সালে কৃষ্ণমগরের কার্তিকপাড়া গ্রামে এক দরিদ্র পরিবারে জন্ম রাণুর। তার পুরো নাম রাণু মারিয়া মণ্ডল। বাবা আদিত্য কুমার মণ্ডল ছিলেন ছোট দোকানদার। একটু বড় হতেই মা-বাবাকে হারিয়ে রাণু দাদার কাছে মানুষ হন। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন তিনি।। স্কুলে যাওয়ার সুযোগ কোনোদিনই পাননি। গানের গলা ভারী মিঠে। স্পষ্ট উচ্চারণ আর দরদ মাখানো গায়কী-ই পরে হয়ে ওঠে তার দিন গুজরানের উপায়।
মাস খানে আগে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার রানাঘাটের এই নারীর খালি গলায় গাওয়া ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ গানটি ভাইরাল হয়। পরে রিয়েলিটি শো-এ ডাক পান রাণু। সেখানে তার গান শোনার পর আপ্লুত হিমেশ রেশমিয়া রাণুকে গান গাওয়ার সুযোগ দেন আগামী ছবিতে। সেখানে হিমেশের সঙ্গে রাণুর ডুয়েট শোনা যাবে ‘তেরি মেরি কাহানি’। রাণু-রেশমিয়ার গানের ভিডিও ইতিমধ্যেই দেখেছেন অসংখ্য নেটবাসী। রেশমিয়ার পরেই রাণু নজর কেড়েছেন সালমান খানের। ওই একই গানের রিয়েলিটি শো-তেই অতিথি হিসেবে এসেছিলেন ভাইজানও। পরে হিমেশ আর সালমান খান দুজনের কল্যাণেই জীবনের শেষ প্রান্তে এসে পাওয়ার আনন্দে ভাসছেন রানু মন্ডল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।