Views: 1631

বিনোদন

সেক্সারসাইজ নয় এক্সারসাইজ করছি : শ্রীলেখা


বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় নানা ছবি পোস্ট ও মন্তব্য করে সারা বছরই আলোচনায় থাকেন কলকাতার হট সেনসেশন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেই ধারাবাহিকতায় এবার তিনি বোমা ফাটালেন ফেসবুকে। এক্সারসাইজ চলাকালীন নিজের দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখলেন ‘সেক্সারসাইজ নয় এক্সারসাইজেই গ্লো করছি।’

হঠাৎ কেন ‘সেক্সারসাইজ’, ‘এক্সারসাইজ’ নিয়ে মাথাব্যথা শ্রীলেখার? নায়িকা বলেন, ‘যৌনতা নিয়ে ভারতে হাজার ট্যাবু। কিন্তু যৌনতারও প্রয়োজন আছে। শারীরিক মিলন অবসাদ মুছিয়ে হ্যাপি হরমোনের ক্ষরণ বাড়ায়। তাই যৌনতার পর মানুষ অনেকটাই রিল্যাক্স হন। একই উপকার মেলে নিয়মিত শরীরচর্চা করলেও। আমি চেষ্টা করি নিয়মিত ঘণ্টাখানেক যোগাভ্যাসের। তার জন্যই এখনও ঝলমলে, সতেজ। এই কথাটাই বোঝাতে চেয়েছি।’


পাশাপাশি শ্রীলেখা এটাও দাবি করেন, তিনি মানুষের সঙ্গে দূরত্ব বাড়িয়ে কাছে টেনে নিয়েছেন সারমেয় পোষ্যদের। পার্টি করেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বায়নাক্কা বেড়েছে। চাওয়ার ধরণও বদলে গেছে। সেই সব চাহিদার সঙ্গে মানিয়ে নেয়া সবার পক্ষে সম্ভব নয়। তিনি বিবাহিত পুরুষের সঙ্গেও প্রেম করবেন না। সব মিলিয়ে ‘সেক্সারসাইজ’-এর মধ্যে সত্যিই তিনি নেই।

এই অভিনেত্রীর চারপাশে এখন শুধুই পজিটিভ ভাইবস। সেই পজিটিভ মন নিয়ে গোটা নভেম্বর শ্রীলেখা ব্যস্ত থাকবেন একটি ওয়েব সিরিজের শুটিং নিয়ে। তারপর হাত দেবেন তার প্রাথমিক স্তরের চিত্রনাট্য ঘষামাজা করতে। পুজার আগে তিনি গিয়েছিলেন সুন্দরবন। সেখানে ত্রাণ বিতরণের পাশাপাশি স্থানীয় বাচ্চাদের পড়ান। শ্রীলেখা বলেন, ‘খুব ভালো লেগেছে এই কাজ করে। সুযোগ পেলে আবার যাবো ওই বাচ্চাদের কাছে।’


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschoolআরও পড়ুন

আয়াতুল কুরসী পড়ার ভিডিওতে ভাইরাল বলিউড অভিনেত্রী সানা খান

rony

অর্জুন-মালাইকার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ছবি ভাইরাল

rony

স্বামীর থেকে আলাদা থাকছেন জনপ্রিয় বলিউড র‍্যাপার বাদশাহ’র স্ত্রী জেসমিন

rony

নায়িকাকে ডিনারের আমন্ত্রণ জানালেন মন্ত্রী, সাড়া না দেয়ায় শুটিং বন্ধ!

rony

সংসারে ভাঙনের পর ফেসবুক ছাড়লেন ফারিয়া

rony

কাঠগড়ায় প্রিয়াঙ্কার স্বামী নিক জোনস!

Saiful Islam