জুমবাংলা ডেস্ক : সবজির দাম কম থাকলেও এখন পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। দিনাজপুরের খানসামায় কমেছে সব ধরনের সবজির দাম। কিন্তু এক সপ্তাহের ব্যাবধানে পেঁয়াজের দাম চড়া। খানসামা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
দাম বাড়তি থাকায় হতাশ নিম্নআয়ের মানুষ। চাহিদার তুলনায় উৎপাদন, আমদানি ও সরবরাহ পর্যাপ্ত থাকলেও বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সবজি বাজারে ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে কম বেশি পেঁয়াজের সরবরাহ রয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা দরে বিক্রি করছে দোকানিরা।
বাজারে সবজি কিনতে আসা একজন বলেন, সব তরকারিতে পেঁয়াজের প্রচলন রয়েছে। কিন্তু পেঁয়াজ এখন আমাদের সাধ্যের বাইরে। হঠাৎ এমন দামে আমি হতাশ। অন্যান্য সবজির দাম এখন হাতের নাগালেই আছে। গত সপ্তাহে পেঁয়াজের দাম কম ছিল। কিন্তু এ সপ্তাহে তা বেড়ে গেছে। অতি দ্রুত বাজারে নিয়ন্ত্রণ জরুরি।
বিক্রেতারা বলেন, সরবরাহ কম থাকায় এমন দাম। আমরা মহাজনের কাছ থেকে কিনে প্রতি কেজি পেঁয়াজ পাঁচ টাকা লাভে বিক্রি করছি। এতে আমাদের করার কিছু নেই, সব মহাজনরা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।