ইকবাল অভি: দেশকে শিরোপা উপহার দেয়া দিনটির কথা মনে নেই তাওহীদ হৃদয়ের। চার বছর আগে (০৯/০২/২০১৯) যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন হৃদয়। গতকাল একই দিনে বিপিএলে এবারে আসরের প্রথম সেঞ্চুরি হাকান তিনি। এটি তার টি টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
শুক্রবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭ ছক্কা এবং ৮ চারে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরা হন তাওহীদ হৃদয়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সংবাদিকরা মনে করিয়ে দেন যুব বিশ্বকাপ জয়ের স্মৃতি। সেই দিনটি নিয়ে তিনি বলেন, ‘এই দিনে চ্যাম্পিয়ন হয়েছিলাম সত্যি বলতে মনে নেই। আলহামদুলিল্লাহ এটি একটি স্মৃতিময় দিন। এখনো চোখ বন্ধ করলে ভাসে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম।’
এদিন হৃদয়কে দেখে মনে হয়েছে ব্যাটিংয়ের পারফেক্ট প্যাকেজ। কখনও কাট শট, কখনো পুল, কখনও বা আবার ফ্লিক শটে শরিফুল-তাসকিনদের উপর তান্ডব চালান তিনি।
ছক্কা মারার প্রসঙ্গে হৃদয় মনে করেন, এরকম পরিস্থিতিতে আত্মবিশ্বাস ও অভ্যস্ততা থাকলে ছয় মারা কঠিন কিছু না। এছাড়াও ছয় মারতে ভালো লাগার কথা জানান তিনি।
এ বিষয়ে তিনি বলেন, ‘ছক্কা মারতে ভালোই লাগে। আমাদের দেশের ব্যাটাররাও বড় ছয় মারে। এরকম পরিস্থিতিতে আমরা কম অভ্যস্ত। আমরা যখন আরও খেলতে থাকব, আরও ম্যাচে যখন এরকম ছয় মারব, প্রত্যেকটা ব্যাটার মারবে, তখন আত্মবিশ্বাসটা আসবে যে আমি মারলে ছয় হবে। আমি মনে করি ছয় মারা খুব কঠিন কিছু না।’
ম্যাচ পরবর্তী সময়ে টি টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি অসুস্থ মাকে উৎসর্গ করেন হৃদয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।