জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া রাজমিস্ত্রী মো. আক্কাস (৪৮) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
আক্কাস কেশারপাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উন্দানিয়া গ্রামের আব্দুল গোফরানের ছেলে।
বৃহস্পতিবার সকালে আক্কাসের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান।
তিনি বলেন, রোববার রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যান আক্কাস। পরদিন মৃত আক্কাস, তার স্ত্রী ও মায়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড এনফেকসাস ডিজিসেস (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয়। তার স্ত্রী ও মায়ের করোনা নেগেটিভ আসলেও আক্কাসের শরীরের করোনা শনাক্ত হয়েছে।
তিনি জানান, মৃতের পরিবারের অন্য সদস্যদের নমুনা বৃহস্পতিবার সকালে সংগ্রহ করা হবে। আক্কাসের মৃত্যুর পর ওই বাড়িটি লকডাউন ও পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে মৃতের পরিবারের সদস্যদের আইসোলেশনেও রাখা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



