আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গুলি চালাচ্ছে সেনা। তা সত্ত্বেও বিক্ষোভে অনড় মিয়ানমারের গণতন্ত্রপন্থি প্রতিবাদীরা। সোমবারও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। খবর ডয়চে ভেলে’র।
মিয়ানমার সেনার একটি পেজ বন্ধ করে দিল ফেসবুক। রোববার ফেসবুকের তরফে জানানো হয়েছে, ওই পেজের মাধ্যমে সহিংসতার বার্তা ছড়ানো হচ্ছিল। সে কারণেই ওই পেজটি বন্ধ করা হয়েছে। রোববার ফের জার্মানি সেনা সরকারকে আলোচনায় বসার আবেদন জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘও সেনাকে হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু তাতে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। শনিবারের পর রোববারেও দেশ জুড়ে প্রতিবাদীদের উপর আক্রমণ চালিয়েছে পুলিশ এবং সেনা। চালানো হয়েছে গুলি। প্রতিবাদীরা জানিয়েছেন, সোমবারও বিক্ষোভ অব্যাহত থাকবে। সেনা জানিয়েছে, প্রতিবাদীরা রাস্তায় নামলে প্রাণের দায়িত্ব সেনা নেবে না।
তিন সপ্তাহ হয়ে গেছে মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনা ক্ষমতা নিজেদের হাতে নিয়েছে। বন্দি করা হয়েছে অং সান সু চি সহ দেশের একাধিক নির্বাচিত প্রতিনিধি এবং রাজনৈতিক কর্মীকে। তারই প্রতিবাদে দেশ জুড়ে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। প্রতিবাদের নেতৃত্বে যুবসমাজ। তাদের দাবি, যে প্রক্রিয়ায় সেনা বিদ্রোহ করে ক্ষমতা নিজেদের হাতে নিয়েছে, তা গণতান্ত্রিক নয়। ফলে অবিলম্বে নির্বাচিত প্রতিনিধিদের মুক্তি দিতে হবে এবং পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে।