জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সৈকত বালুচরে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা।
শুক্রবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপের কোনার পাড়া সংলগ্ন সৈকতের চর এলাকায় ভেসে আসে মৃতদেহটি। তবে মৃতদেহটি গলাকাটা এবং শরীরের বেশিরভাগ অংশ গলিত ছিল।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, শুক্রবার বিকেলে সৈকতের বালুচরে একটি গলিত মৃতদেহ ভেসে আসে। ওই মৃতদেহের মাথা ছিল না। পরে খবর পেয়ে কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।
সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রেদোয়ান উল ইসলাম (এক্স) বিএন বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা মৃতদেহের অধিকাংশ গলিত এবং মাথাবিহীন ছিল। তাই পরিচয় শনাক্ত করার কোনো উপায় ছিল না। পরে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় পশ্চিম পাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool