স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে স্থগিত হয়ে আছে বিশ্ব ক্রিকেট। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, যথাসময়েই হবে এবারের এশিয়া কাপ।
কাগজে কলমে ২০২০ সালের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে ভারত দেশটিতে ক্রিকেট খেলতে যাওয়ার ব্যাপারে আপত্তি তুলে আসছে বলে পাকিস্তানের বদলে অন্য দেশে এশিয়া কাপ আয়োজনের কথা শোনা যাচ্ছিল।
এ নিয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম বলছেন, শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এবারের এশিয়া কাপ।
দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশের করোনা পরিস্থিতি অস্থিতিশীল হলেও শ্রীলঙ্কায় খুব একটা ছড়ায়নি ভাইরাসটি। সে কথা চিন্তা করেই দ্বীপ দেশটিতে এশিয়া কাপ আয়োজনের চিন্তা। শেষ পর্যন্ত তা সম্ভব না হলে আরব আমিরাত প্রস্তুত আছে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী।
ওয়াসিম বলেছেন, এশিয়া কাপ যথাসময়েই হবে। পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ড থেকে ফিরবে সেপ্টেম্বরের ২ তারিখ। এরপর আমরা সেপ্টেম্বর বা অক্টোবরে এশিয়া কাপ দেখতে পারি।
তিনি বলেন, এখন বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে সবার কাছে পরিষ্কার হবে। আমরা আশাবাদী কারণ শ্রীলঙ্কা করোনাভাইরাস খুব একটা ছড়ায়নি। তবে তারা যদি নাও পারে তাহলে আরব আমিরাত প্রস্তুত আছে।
এশিয়া কাপের সম্ভাব্য আয়োজক হিসেবে বাংলাদেশের নামও শোনা যাচ্ছিল। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিরতি দিয়ে দিয়ে তিনবার পাকিস্তান সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
আর তাই গণমাধ্যমে বলা হচ্ছিল, এশিয়া কাপ আয়োজনের দাবি ছেড়ে দিয়েছে বলেই অতো ঝামেলার পরেও পাকিস্তানে ক্রিকেট খেলতে রাজি হয়েছে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।