অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে নিয়মিত মুখ বাংলাদেশ। টানা অষ্টমবারের মতো শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজের যুবারা। এবারের সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপপর্বের সবগুলো ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাস নিয়ে শেষ চারে উঠেছে তারা। অন্যদিকে ভারতের বিপক্ষে হেরে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আজ সকাল ১১টায় দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
টানা অষ্টমবার সেমিফাইনালে ওঠা বাংলাদেশের সামনে এবার সুযোগ টানা চতুর্থবারের মতো ফাইনালে খেলার। গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারের টুর্নামেন্টেও আছে দুর্দান্ত ছন্দে। আফগানিস্তানের বিপক্ষে জয়ে এশিয়া কাপ মিশন শুরু করা যুবারা নেপালকে হারিয়েছে বড় ব্যবধানে। গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও তুলে নিয়েছে আত্মবিশ্বাসী জয়। ফলে আজ পাকিস্তানের বিপক্ষে নামার আগে বেশ চনমনে আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা।
অন্যদিকে পাকিস্তান তাদের অভিযান শুরু করে মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয়ে। তবে দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে কিছুটা চাপে পড়ে তারা। তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ৭০ রানের বড় জয় তুলে নেয় পাকিস্তান, যা তাদের সেমিফাইনাল নিশ্চিত করে। এবার ফাইনালে ওঠার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের বিপক্ষে সেরাটা দিতে মরিয়া পাকিস্তানও।
সব মিলিয়ে দুবাইয়ের মাঠে আজ অপেক্ষা করছে হাইভোল্টেজ এক সেমিফাইনাল, যেখানে জয় মানেই ফাইনালের টিকিট।
বিশ্বকাপের আগে দারুণ প্রস্তুতির জন্য এশিয়া কাপ নিজেদের করে নিতে মাঠে নামবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের প্রত্যয় ছিল অধিনায়ক তামিম ও কোচ নাভিদ নাওয়াজের কণ্ঠে। সেই প্রত্যাশা কতটুকু আজ পূরণ করতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা। তবে ব্যাট-বলে পুরো দল দারুণ ছন্দে থাকায় আশা করাই যায় সেমির বাধা পেরিয়ে ফাইনালে খেলবে বাংলাদেশের যুবারা। এছাড়া আগের দুইবার এই দুবাইয়ে যুব এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতিও কাজে লাগাতে মরিয়া হয়ে থাকবে তামিম-জাওয়াদদের যুব দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



