বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় ল্যাপটপ ও ডেস্কটপ নির্মাতা প্রতিষ্ঠান আসুস। কম্পিউটার ডিভাইস তৈরিতে খ্যাতি থাকলেও গেমিং স্মার্টফোন তৈরিতে প্রতিষ্ঠানটির যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। এরই ধারাবাহিকতায় আসুস খুব শিগগিরই নতুন গেমিং ফোন বাজারে উন্মোচন করতে যাচ্ছে। সম্প্রতি সংস্থার নতুন মডেল চীনের থ্রিসি সার্টিফিকেশন সাইটে পাওয়া গেছে। এক টিপস্টার দাবি করেছেন, এই ফোনটি আসুসের বিখ্যাত গেমিং সিরিজ আরওজি’র অধীনে উন্মোচন করা হবে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, চায়না কম্পালসারি সার্টিফিকেশন সাইটে আসুসের নতুন মডেলের নম্বর দেখে বুঝা যাচ্ছে, এটি আরওজি ৬ডি সিরিজের ফোন হতে যাচ্ছে। এই ফোনটিকে আসুসের অফিসিয়াল ওয়েবসাইটের আরওএইচএস সার্টিফিকেশন পেজেও দেখা গেছে।
আরওজি ফোন ৬ডি স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস চিপসেটে বাজারে আসবে। ফোনটির নামের শেষে থাকা ‘ডি’-এর অর্থ হল ‘ডাইমেনশন’। ধারণা করা হচ্ছে, স্মার্টফোনটিতে স্যামসাং ইলেকট্রনিক্সের ১৬৫ হার্টজের হাই রিফ্রেশ রেটযুক্ত ফ্ল্যাট স্ক্রিন থাকবে। এতে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৬০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে।
গত জুলাই মাসে উন্মোচিত হওয়া আরওজি ফোন ৬ গেমিং ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরে বাজারে আসে। এবার তার থেকে শক্তিশালী প্রসেসর থাকবে নতুন ফোনে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আসুস গেমিং ফোনের জন্য বিখ্যাত। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস প্রসেসরসহ নতুন গেমিং ফোনটি বাজারে আসলে গেমিং জগতে একে টেক্কা দেওয়ার ক্ষমতা খুব কম ফোনেরই থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।