নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সংগঠক ক্যাটাগরিতে এবারও ২০১৯ সালের সেরা সংগঠক নির্বাচিত হন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান। এ নিয়ে টানা চতুর্থবারের মত তিনি সেরা সংগঠক নির্বাচিত হন। আর সাংবাদিক ক্যাটাগরিতে টানা চতুর্থবারের মত ২০১৯ সালের সেরা সাংবাদিক নির্বাচিত হন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিক সরকার।
বুধবার (২৯ জানুয়ারী) গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়নের উলুখোলা (নগরভেলা) এলাকার ‘মেঘবাড়ী রিসোর্টে’ উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক ফ্যামেলী ডে অনুষ্ঠানে তাদের সেরা হিসেবে নির্বাচিত করা হয়।
কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব ও সহ-সভাপতি ইউসুফ চৌধূরীর কাছ থেকে দুই ক্যাটাগরিতে সেরার পুরস্কার গ্রহণ করেন আব্দুর রহমান আরমান ও রফিক সরকার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওমর আলী মোল্লা, মাফুজা আফরিন মনি, বিল্লাল হোসেন, জোনাহিদ হাসান সাগর, যীনাত রহমান, মেহেদী হাসান, কাজী শহীদ, সোহেল আহমেদ খান, রাসেল মিয়া, রিয়াদ হোসাইন, মোহাম্মদ এমরান হোসেন, মো. মোশারফ দেওয়ানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।
বিগত দিনের মত কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক ফ্যামেলী ডে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন নিউজ জুমবাংলা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel