জুমবাংলা ডেস্ক : ভারত মহাসাগরে অবস্থিত পূর্ব আফিকার দ্বীপরাষ্ট্র সেশেলসে শ্রমশক্তি রফতানির উদ্যোগ নিয়েছে সরকার। দেশটির সরকারের সঙ্গে স্বাক্ষরের জন্য ‘এগ্রিমেন্ট অন লেবার কো-অপারেশন বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য রিপাবলিক অব সেশেলস অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’-এ মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে সেশেলসে বাংলাদেশি শ্রমিক পাঠাতে আর কোনও বাধা থাকবে না।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে ছয় নম্বর ভবনের ১৩ তলায় নতুন মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।
সচিব জানান, আজকের বৈঠকে ‘মানব, বিশেষত নারী ও শিশুপাচার প্রতিরোধ, দমন ও তৎসংক্রান্ত দণ্ডবিধান বিষয়ক জাতিসংঘের দ্য প্রটোকল টু প্রিভেন্ট, সাপ্রেস অ্যান্ড পানিশ ট্রাফিকিং ইন পারসন্স, স্পেশালি উইমেন অ্যান্ড চিলড্রন সাপ্লিমেন্টিং দ্য ইউনাইটেড ন্যাশন্স কনভেনশন অ্যাগেইনস্ট ট্রানজিশনাল অর্গানাইজড ক্রাইম’-এ যোগদানের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। একইসঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন চলাকালে ট্রিটি অন দ্য প্রোহিবিশন অব নিউক্লিয়ার উইপনস অনুস্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।