
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিধান চন্দ্র রায় নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছেন তার স্বজনরা।
শুক্রবার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শান্তিপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। একই গ্রামের প্রফুল্ল চন্দ্র রায়ের ছেলে বিধান সৈয়দপুর কলেজের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র হিসেবে অধ্যয়নরত ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বিধান। খোজাঁখুজির পর শুক্রবার সকালে গ্রামবাসী বিধানের মরদেহ শান্তিপাড়া ও হুগলিপাড়ার মাঝামাঝি স্থানে নদীর পাড়ে লিচু গাছে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসনাত খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।