Advertisement
বিনোদন ডেস্ক : সে তার জীবনের গাইডিং স্টার।’ বিয়ের এক বছরের অ্যানিভার্সারিতে স্ত্রীকে এই ভাবেই সম্বোধন করলেন আনন্দ আহুজা। বোঝাই যাচ্ছে কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, বলিউড ডিভা সোনম কাপুরকেই ‘গাইডিং স্টার’ বলে উল্লেখ করেছেন আনন্দ।
সোশ্যাল মিডিয়ায় সোনম কাপুরকে নিয়ে যেরকম ট্রলই হোক না কেন, তা যে তাদের সম্পর্কে বিন্দুমাত্র চিড় ধরাতে পারেনি, সেটাই স্পষ্ট মি: হাজব্যান্ডের কথায়। জীবনসঙ্গী যখন প্রিয় বন্ধু হয়, তার থেকে সেরা জীবনে কিছু হতে পারে না বলে টুইটও করেছেন তিনি।
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে কোমরে বেল্ট বাঁধা হলুদ পোশাকে দেখা যায় সোনম কাপুরকে। তার চোখে ছিল সানগ্লাস। এই ছবি দেখেই অনেকেই মন্তব্য করেছেন, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই এত ঢিলে পোশাক সোনমের মতো ফ্যাশনিস্তা কোনো দিনই পরেননি। তার সঙ্গে সোনমের হাঁটার ভঙ্গিতেও নাকি রয়েছে ইঙ্গিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।