বিনোদন ডেস্ক : সমুদ্র উপভোগে মত্ত বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল জুটি। আচমকাই পিছন থেকে ধাক্কা জহিরের। মহা বিপদে সত্রুঘ্ন কন্যা। অবশেষে কি ঘটলো তার ভাগ্যে জেনে নেওয়া যাক।
বর্তমানে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাচ্ছেন সোনাক্ষী সিনহা ও জ়াহির ইকবাল। নানা সুন্দর মুহূর্ত ভাগ করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল। যেখানে জ়াহিরকে দেখা গিয়েছে আচমকা সোনাক্ষীকে পিছন থেকে সমুদ্রের দিকে ঠেলে ফেলে দিতে। স্বামীর এমন মজায় খানিকক্ষণের জন্য থমকে যান সোনাক্ষী। বুঝে উঠতে পারেন না ঠিক কী হচ্ছে। এমনকী একের পর এক ঢেউয়ের দাপটে জল থেকে উঠতেও পারছিলেন না তিনি।
জ়াহিরের এই আচমকা কাণ্ড যে সোনাক্ষী খুব একটা আশা করেননি, তা বোঝা যাচ্ছিল অভিনেত্রীর চোখ-মুখ দেখে। রবিবার সোনাক্ষী তাঁর ইনস্টাগ্রামে বেশ কিছু মজার ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে সোনাক্ষীকে দেখা যাচ্ছে জ়াহিরের সঙ্গে মজা করতে। ভিডিয়োর শুরুতে সোনাক্ষীকে সমুদ্র তীরে ঢেউ উপভোগ করতে দেখা যায়। সেই সময়ই জ়াহির পিছন থেকে এসে তাঁকে জলে ঠেলে ফেলে দেন।
সোনাক্ষী সমুদ্রের ঢেউ সামলে উঠে পালানোর চেষ্টা করতে থাকেন অনবরত। বউয়ের এমন অবস্থা দেখে সামনে দাঁড়িয়ে থাকা জ়াহির সেই মুহূর্তটা ভীষণই উপভোগ করতে থাকেন। সোনাক্ষী পোস্টের ক্যাপশনে লিখেছেন, এই ছেলেটি আমাকে শান্তিতে ভিডিয়ো করতেও দেবে না। এর আগে সোনাক্ষী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি মজার ভিডিয়ো শেয়ার করেছিলেন। যেখানে সোনাক্ষীর হাই জাম্প দেখে হেসে খুন জ়াহির।
ব্ল্যাক শাড়িতে দুর্দান্ত নাচের ভিডিও ভাইরাল, দেখুন প্রাইভেসি বজায় রেখে!
গত জুন মাসে বিয়ে করেছিলেন এই দম্পতি। এর আগেও নানা জায়গায় ছুটি কাটিয়েছেন। তবে এ বার তাঁরা অস্ট্রেলিয়ায়। সোনাক্ষী এবং জ়াহির সাত বছর সম্পর্কের পর বিয়ে করেন। তাঁদের জমজমাট রিসেপশনে ছিল বলিউড সেলেবদের চাঁদের হাট। সোনাক্ষী ও জ়াহিরের এই মজার ভিডিওতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। অনেকেই বলছেন, এমন জুটিই তো মানুষ দেখতে চায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।