বিনোদন ডেস্ক : নোটবুক সিনেমাখ্যাত বলিউড অভিনেতা জহির ইকবাল। অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে এই অভিনেতার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর গুঞ্জন ওঠে, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা।
তবে সোনাক্ষীর সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘প্রেমের গুঞ্জনের খবরটি পড়ে আমি ও সোনাক্ষী হেসেছি। আমাকে জড়িয়ে এটি প্রথম গুঞ্জন ছিল তাই কীভাবে এর প্রতিক্রিয়া জানাব ভেবে পাচ্ছিলাম না। সোনাক্ষী ও আমি খুব মজা করছিলাম, হয়তো কেউ তা দেখেছে এবং তারপরই গুঞ্জনটি ছড়িয়েছে।’
এই অভিনেতা আরো বলেন, ‘এই ঘটনা যেদিন ঘটে, আমরা পরস্পরকে মেসেজ পাঠিয়েছিলাম কারণ গুগল অ্যালার্ট থেকে নোটিফিকেশন পেয়েছিলাম। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার কি জানেন? ওই সময় আমি অন্য একজনের সঙ্গে প্রেম করতাম। এটি আমাদের জন্য বিব্রতকর ছিল কারণ সোনাক্ষী জানত আমি কার সঙ্গে প্রেম করতাম।’
শোনা যাচ্ছে, সালমান খানের কাভি ঈদ কাভি দিওয়ালি সিনেমায় অভিনয় করবেন জহির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হতে পারে, সম্ভাবনা আছে। অনেক কিছুই হতে পারে। আমি জানি না। যদি এরকম কিছু হয়, আমি অনেক খুশি হবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



