আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অধিকাংশ দেশে সোমবার সকাল মানে আরেকটা নতুন সপ্তাহের শুরু। তাই পুরো সপ্তহের পরিকল্পনা সোমবার সকালেই সেরে ফেলেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। সপ্তাহের বাকি দিনগুলোতে শেষ করতে চান এমন ৩টি থেকে ৫টি কাজের তালিকা লিখে রাখেন নোটপ্যাডে। এতে করে তিনি গুছিয়ে চিন্তা করতে পারেন।
এছাড়াও, সোমাবার সকালে ধীরে সুস্থে নাশতা খান আর দৈনিক পত্রিকা পড়েন। বেশি পড়েন ‘দ্য জার্নাল’। বিশ্বে কী ঘটছে সেসব সম্পর্কে ধারণা পেতে অন্যান্য পত্রিকাও পড়েন পিচাই।
করোনার জন্য তো এতোদিন বাসা থেকেই অফিস করেছেন। আর কয়েকদিন পর থেকে সকালবেলাটা একই রকম কাটালেও বেলা বাড়লে তাঁকে অফিসে যেতেই হবে।
করোনা মহামারী শুরুর পর প্রায় ২ বছর বাড়ি থেকে কাজ করেছেন গুগলের কর্মীরা। এখন আক্রান্তের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে। বিশ্বও শিখে গেছে মহামারির সঙ্গে লড়াইয়ের কৌশল। তাই ৪ এপ্রিল দীর্ঘ দুই বছরের বিরতি শেষে আবারও অফিসে ফিরবেন গুগলের কর্মীরা। তবে একসঙ্গে সবাই ফিরছেন না। ৬০ শতাংশ কর্মী সপ্তাহে ৩ দিন কর্মস্থলে যাবেন। ২০ শতাংশ কর্মী বাসা থেকেই কাজ করবেন। বাকি ২০ শতাংশ গুগলের নতুন খোলা অফিসে যোগ দেবেন।
সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।