আন্তর্জাতিক ডেস্ক : দুই দশকেরও বেশি সময় সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে একাকী প্রবাস জীবন কাটানো বাংলাদেশি মো. আতিকুল আলম হাজী আবদুল মান্নান আরব অঞ্চলের অন্যতম বড় লটারি বিগ টিকেটের সর্বশেষ ড্রতে ১০ লাখ দিরহাম জিতেছেন।
শুক্রবার সাপ্তাহিক ইলেকট্রনিক লটারি (ই-ড্র) সিরিজ ২৭১-এ তিনি এ পুরস্কার পান বলে জানিয়েছে গালফ নিউজ।
বাংলাদেশি মুদ্রায় তার পুরস্কারের মূল্যমান প্রায় তিন কোটি ৩০ লাখ টাকা।
প্রতিমাসেই বিগ টিকেটের একটি গ্র্যান্ড লটারি হয়, সেখানে কাড়ি কাড়ি পুরস্কার থাকে। সেই লটারিতে অংশ নিতে যারা টিকেট কেনেন, তারা স্বয়ংক্রিয়ভাবে ওই সপ্তাহের ই-ড্র বা ইলেকট্রনিক ড্রতে অন্তর্ভুক্ত হয়ে যান।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মান্নান দোকান থেকে দুটি লটারির টিকেট কেনার পর বিগ টিকেটের প্রমোশনাল অফারে তাকে আরও তিনটি টিকেট ফ্রি দেওয়া হয়। ওই ফ্রি টিকেটগুলোর মধ্যে একটিই তাকে ১০ লাখ দিরহাম এনে দিয়েছে।
ব্যবসায়ী মান্নান জানান, এক দশক আগে বন্ধুদের কাছে প্রথম এই বিগ টিকেট লটারির কথা শুনতে পান তিনি।
বন্ধুদের খুব আগ্রহ নিয়ে টিকেট কিনতে দেখে, এবং তাদের কাছ থেকে লটারির ড্র নিয়ে নানান গল্প শুনে শেষ পর্যন্ত তিনিও ভাগ্য পরীক্ষায় নামার সিদ্ধান্ত নেন এবং টিকেট কেনা শুরু করেন।
তারা ৫ বন্ধু মিলে একসঙ্গে টিকেট কিনতেন; শুরুর দিকে প্রত্যেক মাসে, পরে কালেভদ্রে।
“যখন আমি বিগ টিকেটের ফোন পাই, আমি আনন্দ ও উত্তেজনায় অভিভূত হয়ে পড়েছিলাম। ভেতরে ভেতরে কেন যেন মনে হচ্ছিল, আজ সম্ভবত আমার জন্য সৌভাগ্যের দিন, শেষ পর্যন্ত তা-ই হলো,” বলেন মান্নান।
লটারিতে জেতা টাকা দিয়ে কী করবেন তা পুরোপুরি ঠিক করতে না পারলেও ব্যবসা প্রসারে কিছু টাকা বিনিয়োগ করার ইচ্ছা আছে তার।
“আমি অবশ্যই বিগ টিকেটের টিকেট কিনতেই থাকবো। অন্যদের জন্য আমার বার্তা হচ্ছে- ভাগ্য পরীক্ষা চালিয়ে যাও,” বলেছেন তিনি।
গত মাসে বিগ টিকেটের সাপ্তাহিক ই-ড্র ২৭০ সিরিজেও রুবেল নামে এক বাংলাদেশি ১০ লাখ দিরহাম জিতেছেন বলে লটারি কোম্পানি বিগ টিকেটের ওয়েবসাইটে দেখা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।