Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে এক নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সোলেইমানিকে হত্যার পক্ষেও সাফাই গেয়েছেন।
গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে সোলেইমানিকে হত্যা করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ট্রাম্প বলেছেন, বিশ্বের এক নম্বর সন্ত্রাসী ছিলেন জেনারেল সোলেইমানি।
এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা সোলেইমানিকে হত্যা করেছি। সব দিক থেকেই তিনি ছিলেন বিশ্বের শীর্ষ সন্ত্রাসী। এই ব্যক্তি অনেক মার্কিন নাগরিককে হত্যা করেছেন। এবার আমরা তাকে হত্যা করলাম। ট্রাম্প আরও বলেন, ডেমোক্রেটরা তার পক্ষ নিয়ে সাফাই গাইতে চায়। এটা আমাদের জন্য লজ্জাজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।