জুমবাংলা ডেস্ক: কক্সবাজারের মরিচ্যা বাজার ও জুমছড়ি বাজারে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বি এড কলেজ রোড ও সল্টগোলায় এবং যশোরের চুড়ামন কাটিতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৫৮, ৫৯, ৬০, ৬১ ও ৬২তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এই পাঁচটি উপশাখাগুলির উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোঃ সিরাজুল হক এবং মোঃ সামছুল হক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো: মনিরুজ্জামান, ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান (চলতি দায়িত্ব) সৈয়দ মোঃ সোহেল, বিসি এন্ড জিবিডি- এর ভাইস প্রেসিডেন্ট মোঃ শাকিল আনোয়ার।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কক্সবাজার, চকবাজার, শেখ মুজিব রোড ও যশোর শাখার ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



