এই মেয়ে আর কেউ নন, জান্নাত জুবের। বয়স মাত্র ২০ বছর। শুধু ইনস্টাগ্রামেই তাঁর অনুগামীর সংখ্যা ৪ কোটির বেশি। তা থেকে যা আয় হয় তাঁর, তাতে লজ্জা পাবেন নামীদামি তারকারাও।
ইনস্টাগ্রামে নানা ব্র্যান্ডের প্রমোশন করেন জান্নাত। একটি পোস্ট বাবদ প্রায় ২ লক্ষ টাকা নেন তিনি। ইনস্টাগ্রামে প্রভাবশালী টেলিভিশন তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে জান্নাত।
সোশ্যাল মিডিয়া প্রোফাইল জন্নতের কেরিয়ারেও ইতিবাচক প্রভাব ফেলেছে। সম্প্রতি রিয়্যালিটি শো-এ ‘খতরোঁ কে খিলাড়ি’-এ অংশ নিয়েছেন জান্নাত। সেখানে এপিসোড পিছু ১৮ লক্ষ টাকা নিচ্ছেন তিনি।
অথচ জান্নাতের চেয়ে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত যাঁরা, সেই শিবাঙ্গী জোশী এপিসোড পিছু ১৫ লক্ষ টাকা পান। ‘বিগ বস’ জয়ী রুবিনা দিলায়েক ১০ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে পান।
এ ছাড়াও বিজ্ঞাপনে, গানের ভিডিওতে নিয়মিত দেখা যায় জান্নাতকে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা। জন্নতের ভাইও সোশ্যাল মিডিয়া থেকে এবং অভিনয় থেকে মোটা টাকা আয় করেন।
২০০৯ সালে অভিনয় জীবন শুরু করেন জান্নাত। ‘দিল মিল গয়ে’, ’কাশী: অব না রহে তেরা কাগজ কোরা’,’ফুলবা’,’ভারত কা বীর পুত্র-মহারাণা প্রতাপ’,’তু আশিকি’-র মতোসিরিয়ালে অভিনয় করেছেন। ’হিচকি’ ছবিতেও অভিনয় করেছেন জন্নত।
২০০১ সালের ২৯ অগাস্ট মুসলিম পরিবারে জন্ম জন্নতের। তাঁর পুরো নাম জন্নত জুবের রহমানি। তাঁর ভাই আয়ান জুবেরও অভিনয়ের সঙ্গে যুক্ত। ছোট বয়স থেকেই অভিনয়ে আগ্রহী ছিলেন জান্নাত।
তবে অভিনয়ের জন্য পড়াশোনা বাদ দেননি জন্নত। মুম্বইয়ের অক্সফোর্ড পাবলিক স্কুলে পড়াশোনা। ২০১৯ সালে HSC বোর্ড থেকে ৮১ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন। কলেজেও ভর্তি হয়েছেব। তবে কোন কলেজ, তা খোলসা করেননি।
টিকটক তারকা ফয়সল শেখের সঙ্গে জান্নাতের সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। রিয়্যালিটি শোয়েও দু’জনকে একসঙ্গে দেখা যায়। তবে এই মুহূর্তে দু’জনেই পরস্পরকে বন্ধু বলে উল্লেখ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।