Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস দ্রুততম সময়ে হাতের নাগালে আনতে সৌদি আরবে শুরু হয়েছে গণটেস্ট। যাদের কোনো উপসর্গ নেই তাদেরও পরীক্ষা করা হচ্ছে বলে সৌদির এক গণমাধ্যম জানিয়েছে।
সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গণহারে পরীক্ষা শুরুর পর ৪০০ নতুন রোগী শনাক্ত হয়েছে।
সৌদির মন্ত্রণালয়ের মুখপাত্র ডঃ মোহাম্মদ আল-আবদ আল-অলি বলেন, ‘আমরা দ্রুততম সময়ে দেশ থেকে করোনা দূর করতে চাই। তাই এভাবে সবার পরীক্ষা করা হচ্ছে। সামনের দিনগুলোতে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আমরা ধারণা করছি।’ এদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রথমে পরীক্ষা শুরু হয়েছে। ধীরে ধীরে সব এলাকায় কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ।
দেশটিতে এখন পর্যন্ত ৭ হাজার ১৪২ জন আক্রান্ত হয়েছেন এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।