আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসীদের জন্যে বড় একটি সংশোধন নিয়ে আসলো সৌদি আরবের অভিবাসী কর্মসংস্থান কর্তৃপক্ষ। নতুন সংশোধনে পাঁচ পেশায় যুক্ত থাকা অভিবাসীদের কাফিল পদ্ধতিতে পরিবর্তন আসছে। খবর মিডল ইস্ট মনিটর’র।
জানা যায়, নির্ধারিত ৫ পেশা হল, ব্যক্তিগত গাড়িচালক, নিরাপত্তা কর্মী, গৃহকর্মী, মেষ রক্ষক ও মালি।
নতুন সংশোধনী অনুযায়ী, এই ৫ পেশায় যুক্ত থাকা অভিবাসীরা চাইলেই কর্মস্থল পরিবর্তন করতে পারবে। এর জন্যে তাদের মালিকের সম্মতির কোনো প্রয়োজন নেই। এছাড়া অভিবাসীরা চাইলে তাদের কাজ অন্য কোনো অভিবাসীকেও দিতে পারবেন এবং বিনা ঝামেলায় নিজ দেশে ফিরতে পারবেন। তবে অবশ্যই তাদের মেয়াদ বৈধ হতে হবে।
সৌদি আরবে সাত দশক ধরে কার্যকর কফিল পদ্ধতিতে অভিবাসী শ্রমিককে একজন নির্দিষ্ট নিয়োগকর্তার কাছেই বাধা থাকতে হতো। নিয়োগকর্তা না চাইলে সৌদি আরবের অন্য কোথাও কাজ করারও বৈধতা থাকতো না তার।
দেশটিতে এখনও কফিল পদ্ধতির আওতায় ১০ কোটিরও বেশি শ্রমিক কাজ করছে। নিয়োগকর্তার ইচ্ছাধীন হওয়ায় অনেকেই এ পদ্ধতিকে অঘোষিত ‘দাস প্রথা’ বলে অ্যাখ্যা দিয়ে আসছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।