
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, সৌদি আরবের গভীরে সাম্প্রতিক হামলার জন্য ১৬টি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। খবর পার্সটুডে’র।
জেনারেল সারিয়ি বলেন, “সৌদি আরবের আগ্রাসনের জবাব দিতে আমাদের সামরিক বাহিনী ‘অপারেশন ব্যালান্স ডিটারেন্স’ নামে সপ্তম অভিযান চালায় যার লক্ষ্যবস্তু ছিল সৌদি আরবের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সামরিক ঘাঁটি।
তিনি বলেন, সৌদি আরবের জেদ্দা, জিজান এবং নাজরান অঞ্চলে অবস্থিত আরামকো তেল স্থাপনাসহ সামরিক ঘাঁটিগুলোতে হামলার জন্য পাঁচটি বাদ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি সামাদ-৩ ড্রোন ব্যবহার করা হয়। এছাড়া দাম্মামের রাস আল তানুরার আরামকো তেল স্থাপনায় হামলার জন্য ব্যবহার করা হয় ৮টি সামাদ-৩ ড্রোন ও একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
জেনারেল সারিয়ি বলেন, সফলভাবে এসব অভিযান চালানো হয় এবং লক্ষ্য অর্জিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।