সৌদি আরবের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি : ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি মঙ্গলবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান। খবর পার্সটুডে’র।

সাঈদ খাতিবজাদে

ইরান ও সৌদি আরবের মধ্যে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক নেই। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার জন্য দু’দেশের প্রতিনিধিরা এ পর্যন্ত ইরাকের রাজধানী বাগদাদে কয়েক দফা আলোচনা করেছেন।ইরাকের মধ্যস্থতায় এ আলোচনা এখনও চলছে।

তেহরান-রিয়াদ আলোচনায় বিশেষ কোনো অগ্রগতির খবর আছে কিনা- ইরনার পক্ষ থেকে জানতে চাওয়া হলে সাঈদ খাতিবজাদে বলেন, দু’দেশের মধ্যে সর্বশেষ আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

বাগদাদে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা পরস্পরের মুখোমুখি হতে পারেন বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সে সম্পর্কে খাতিবজাদে বলেন, দু’টি দেশের মধ্যে এ ধরনের দীর্ঘমেয়াদি সংলাপ একটি পর্যায়ে উপনীত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীরা তাতে যোগ দেন। তেহরান-রিয়াদ সংলাপও তেমন অগ্রগতি অর্জিত হলে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরাও তাতে যোগ দেবেন।

২০১৬ সালের জানুয়ারি মাসে সৌদি সরকার সেদেশের প্রখ্যাত শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সঙ্গে রিয়াদের সম্পর্কের চরম অবনতি হয়। ইরানজুড়ে সৌদি বিরোধী ব্যাপক বিক্ষোভ হয় এবং রাজধানী তেহরানস্থ সৌদি দূতাবাসে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। তখন থেকে দু’দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে।