আন্তর্জাতিক ডেস্ক: গতকাল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দেওয়ায় আজ (২ এপ্রিল) থেকে সৌদি আরবে শুরু হয়েছে রোজা। খবর আরব নিউজ, খালিজ টাইমস ও সৌদি গেজেটের।
গতকাল সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।
আমাদের দেশে সাধারণত সৌদি আরবের একদিন পর থেকেই রমজান শুরু হয়। সে হিসাবে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে আগামীকাল (৩ এপ্রিল) রবিবার থেকে।
আজ শনিবার বাংলাদেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।
সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট দুটি পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের সকল নাগরিক ও অধিবাসী এবং সকল মুসলমানকে পবিত্র রমজানের অভিনন্দন জানিয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতও আজ থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে। এছাড়া মিসরেও পবিত্র রমজান শুরু হয়েছে আজ থেকে। এশিয়ার দুই বৃহৎ মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় রোজা শুরু হবে আগামীকাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।