মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জনপ্রিয়তার তালিকায় প্রথম পছন্দ ফুটবল। দেশটির পুরুষ দল বিশ্বকাপ আসরেও অংশ নেয়।
চলতি বছরের জানুয়ারি মাসে নারী ফুটবল দল গড়ে সৌদি আরব। আর দল গড়ার এক মাস পরেই ইতিহাসের প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলে জয়ে স্বাদ পায় সৌদির নারীরা।
বিষয়টি দারুণভাবে নাড়া দেয় ফুটবলের কালোমানিক পেলেকে।
অসুস্থতার মাঝেও সৌদি নারীদের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানান ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা।
আর সে কথা ভালোভাবেই মনে রেখেছে সৌদি আরব। ঈদের খুশিতে পেলেকে উপহার পাঠানো হয়েছে সৌদি আরব থেকে।
উপহারটি তেমন কিছুই নয়; কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ছাড়া। পেলেকে তাদের স্বাক্ষরসহ জার্সি পাঠিয়েছে দলটি। কিন্তু এ উপহার পেয়ে যারপরনাই খুশি পেলে।
নিজের ইনস্টাগ্রামে উপহারটির ছবি আপলোড করেছেন। সঙ্গে দিয়েছেন আবেগঘন বার্তা।
আপ্লুত পেলে লিখেছেন, ‘কখনোই ভাবিনি এতোটা ভালোবাসা ফিরে পাব। ঠিক এই ঈদ-উল-আজহার ছুটির সময়ে, এই উপহার পেয়ে বিস্মিত আমি। সেটিও আবার ওই ঐতিহাসিক ম্যাচের। অনেক ধন্যবাদ, মেয়েরা! সব সময়ই ব্রাজিল থেকে তোমাদের সমর্থন করে যাব আমি!’
ওই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পূর্ব আফ্রিকার দেশ সিসিলসকে ২-০ গোলে হারায় সৌদি নারী ফুটবল দল।
মালদ্বীপে অনুষ্ঠিত ম্যাচটিতে সিসিলসের বিপক্ষে ১৪তম মিনিটেই দলকে লিগ এনে দেন আল বানদারি মুবারাক। দ্বিতীয়ার্ধে নেমে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মরিয়ম আল তামিমি।
দলটির দুর্দান্ত জয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি লেখেন, ‘আমি সৌদি ফুটবল ফেডারেশন ও জাতীয় নারী দলকে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলায় অভিনন্দন জানাই। আজকের দিনটা শুধু তোমাদের জন্য নয়, পুরো ফুটবল দুনিয়ার জন্যই ঐতিহাসিক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।