জুমবাংলা ডেস্ক : কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ১২৭৭ জনের উপর একটি জরিপ পরিচালনা করা হয়েছে৷ জরিপটি চলেছে চলতি বছরের মার্চ থেকে এপ্রিলব্যাপী তিন সপ্তাহ৷ এক্সচেঞ্জ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান এটি পরিচালনা করেছে৷
বাসস্থান
জরিপে অংশ নেয়া রোহিঙ্গাদের ১০ জনের ৪ জন ক্যাম্পে তাদের থাকার জায়গা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন৷ দশ জনের ৬ জন অসন্তোষ বা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন৷ তবে ৯৩ ভাগই মনে করেন, ক্যাম্পের পরিবেশ স্বাস্থ্যকর৷ ৯৭ ভাগই স্বাস্থ্যসেবার পর্যাপ্ত সুবিধা আছে বলে জানিয়েছেন৷ কিন্তু ৪৭ ভাগই ক্যাম্পে বাড়ির মতো অনুভব করেন না৷
শিক্ষার সুযোগ
৯৯ ভাগ রোহিঙ্গাই মনে করেন ১২ বছরের নীচের শিশুদের জন্য পর্যাপ্ত শিক্ষার সুযোগ রয়েছে৷ কিন্তু কিশোর বা বয়স্কদের উচ্চশিক্ষার জন্য কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তাঁরা৷ মসজিদ, মাদ্রাসার মতো ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ৯৯ ভাগ৷ ৯৯ দশমিক ৮ ভাগ জানিয়েছেন, তাঁরা স্বাধীনভাবে ধর্মপালনের সুযোগ পাচ্ছেন৷
যৌননিপীড়ন
চার জনের একজন রোহিঙ্গা জানিয়েছেন, ক্যাম্পে যৌননিপীড়নের ঘটনা ঘটে৷ এর মধ্যে ৭৯ দশমিক ৮ ভাগ বলেছেন, তাঁরা রাস্তাঘাটে এই ধরনের ঘটনার সম্মুখীন হন৷ ১৯ দশমিক সাত ভাগ জানিয়েছেন, সেখানকার হাট-বাজারগুলোতে বেশি যৌননিপীড়নের ঘটনা ঘটে৷
ভাষানচরে না
জরিপে অংশগ্রহণকারীদের ৯৮ দশমিক ৭ ভাগই ভাষানচরে স্থানান্তরের সরকারি পরিকল্পনার বিষয়ে অবগত৷ কিন্তু মাত্র ১ দশমিক ৬ ভাগ সেখানে যাওয়ার বিষয়টি বিবেচনায় রাখছেন৷ ৯৮ দশমিক ৪ ভাগ সেখানকার পরিবেশ নিয়ে উদ্বিগ্ন এবং নিজেদের বাসভূমি মিয়ানমার থেকে দূরে যেতে হবে বলে কক্সবাজার ছাড়তে রাজি নন৷
মিয়ানমার নিয়ে আশা
আগামী দুই বছরের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের স্বীকৃতি দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ৬৯ ভাগই আশাবাদ ব্যক্ত করেছেন৷ ৯৩ ভাগ আশ্রয় নেয়া রোহিঙ্গাই এখনো সেখানে ফিরে যাওয়ার স্বপ্ন দেখেন৷ তবে ৭৩ ভাগই মনে করেন সেটি অন্তত দুই বছরের মধ্যে সম্ভব নয়৷
অন্য দেশে
মিয়ানমার ছাড়া অন্য বিকল্প কোন দেশে যাওয়ার সুযোগ হলে কোথায় যাবেন, এমন প্রশ্ন ছিল তাঁদের কাছে৷ সেখানে প্রতি তিনজনে একজন বা ৩৩ ভাগই বলেছেন তাঁদের প্রথম পছন্দ সৌদি আরব৷ ক্যানাডা আর যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক ২১ ভাগ৷ অস্ট্রেলিয়া যেতে চান ১৬ ভাগ৷ ১২ ভাগ বাংলাদেশ আর মিয়ানমার ছাড়া অন্য কোনো বিকল্পের কথা বিবেচনায় নিতেই আগ্রহী নন৷
সূত্র : ডয়চে ভেলে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।