স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ চলাকালে আগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে বিরূপ মন্তব্য করে দলছাড়া হন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কথা শুনাতে গিয়ে ছাড় দেননি ক্লাবের মালিক ও কোচকেও। এরপর বিশ্বকাপ শেষে এশিয়ার ফুটবলে পা রাখেন সিআরসেভেন। রেকর্ড মূল্যে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন তিনি। ইতোমধ্যে ক্লাবের সঙ্গে যোগ দিতে সৌদিতে অবস্থান করছেন পর্তুগিজ সুপারস্টার।
এদিকে এশিয়ার ফুটবলে পা রাখায় অনেকেই মনে করেছিলেন রোনালদোর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার দরজা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু পর্তুগিজ যুবরাজের সে রাস্তা এখনই বন্ধ হচ্ছে না বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা ও ডেইলি মেইল। তারা জানিয়েছে, সিআরসেভেন আল নাসেরের সঙ্গে করা চুক্তিতে একটি শর্ত রেখেছেন যেখানে বলা হয়েছে যে, সৌদি মালিকানাধীন প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড যদি চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করে তাহলে ধারে সেখানে খেলতে পারবেন ৩৭ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে। আগামী মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ে যুক্ত হতে হলে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে হবে। উল্লেখ্য, ইংল্যান্ডের এ ক্লাবটির বর্তমান মালিক সৌদি আরবের একটি ইনভেস্টমেন্ট গ্রুপের। আর সিআরসেভেনের বর্তমান দল আল নাসেরও সৌদি আরবের। তাই ফুটবলপ্রেমীরা ইতোমধ্যে এভাবে হিসাব মেলাতে শুরু করেছেন।
গত সপ্তাহে দুই বছরের জন্য আল নাসেরের সঙ্গে চুক্তি করেন রোনালদো। তবে চুক্তির আর্থিক বিষয়াদি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, প্রতি বছর ১৭৭ মিলিয়নের বেশি পাউন্ড পাবেন ক্লাবটি থেকে।
চলতি মৌসুমে শেষ পর্যন্ত নিউক্যাসল যদি চ্যাম্পিয়ন্স লিগের টিকেট নিশ্চিত করে তাহলে তাহলে এই মহাদেশীয় প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রাখা ‘সহজ’ হবে রোনালদোর জন্য। ১৪০ গোল নিয়ে এ তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। তাকে পেছন থেকে ধাওয়া করছেন সদ্য বিশ্বকাপজয়ী বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার গোল ১২৯টি। রোনালদোর চেয়ে ১১ গোল পিছিয়ে থাকলেও মেসি পিএসজিতে খেলায় তার সামনে এই রেকর্ড নিজের করে নেয়ার সুযোগ বেশি।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সৌদি ক্লাব আল তাইয়েফের বিপক্ষে আল নাসেরের হয়ে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে রোনালদোর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।