জুমবাংলা ডেস্ক: দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার সৌদি প্রতিপক্ষকে স্বাগত জানান।
বিমানবন্দরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরকালে ফয়সাল বিন ফারহান আল সৌদ আগামীকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
পরে ড. মোমেন নগরীর একটি হোটেলে সৌদি মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। একই স্থানে দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে।
পরে ফয়সাল বিন ফারহান আল সৌদ তার বাংলাদেশের প্রতিপক্ষকে সঙ্গে নিয়ে আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করবেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল বিকালে ঢাকা ছেড়ে যাবেন বলে আশা করা হচ্ছে।-বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।