আন্তর্জাতিক ডেস্ক : বাসার আল-আসাদের পতনের পর থেকেই সম্পর্কোন্নয়নের চেষ্টা করে যাচ্ছে সিরিয়া ও সৌদি আরব। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য সৌদি আরবকে বেছে নিয়ে যেন এরই প্রমাণ দিয়েছেন আহমেদ আল শারা।
হায়াত তাহরির আল শামের অঘোষিত শাসন শুরুর পর থেকেই নানাভাবে সহায়তার চেষ্টা করছে সৌদি আরব। দামেস্কের ওপর ইউরোপের বিভিন্ন দেশের আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নিতে বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদ। এ বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) দুইদিনের রাষ্ট্রীয় সফরে রিয়াদে গেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট। সৌদি জেট বিমানে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শেইবানির সঙ্গে এ সফর করেন তিনি।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন শারা। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অবকাঠামো পুনর্নির্মাণের বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন।
আহমেদ আল শারার রিয়াদের এ সফর অনেক রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর আগে, বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তিন থেকে পাঁচ হাজার কোটি ডলার ব্যয় করে ইরান। আসাদের উৎখাতের আগ পর্যন্ত সিরীয় সরকারের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিল তেহরান।
ডয়চে ভেলেতে দেয়া সাক্ষাৎকারে বিশ্লষকদের মতে, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের রিয়াদ সফর তেহরান-দামেস্কের সম্পর্ক ছিন্ন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। শুধু আসাদের পতনের পরই না বরং শুরু থেকেই দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে সৌদি সরকার। নতুন সরকারের আমলে ইরানের প্রভাব সিরিয়ায় একেবারেই থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে বার্তাসংস্থা এসোসিয়েট প্রেসে বিশ্লেষকরা জানান, ইরান ও রাশিয়ার থেকে দূরত্ব বজায় রেখে পশ্চিমাদের দিকে ঝুঁকছেন আহমেদ আল শারা। তারা আরও জানান, পশ্চিমাদের আরোপ করা নিষেধাজ্ঞা দূর করতেই ঐতিহ্যবাহী সিরীয় পোশাক পরিহার করে স্যুট টাই পড়ে সৌদি আরব ও পশ্চিমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন শারা।
এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তার জন্য পশ্চিমাদের ওপরই শারা ভরসা রাখছেন বলে মনে করেন বিশ্লেষকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।