স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে গুরুতর চোট পেয়েছিলেন সৌম্য সরকার। মাঠ ছেড়ে সোজা যেতে হয়েছিল হাসপাতালে। আঙুলে লেগেছে পাঁচ সেলাই। এবার জানা গেছে, অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। তানজিম হাসান সাকিবের বলে স্লিপে ক্যাচ উঠেছিল। সেখানে ফিল্ডিং করছিলেন সৌম্য সরকার। তবে দ্রুত গতিতে আসা সেই বল হাতে জমাতে পারেননি। উল্টো আঙুলে গুরুতর চোট পান।
যন্ত্রণায় মাঠেই কাতরাতে দেখা যায় তাকে। পরে জাকের আলি অনিক এবং মেহেদী হাসান মিরাজের সাহায্যে মাঠ ছাড়েন। এরপর অ্যাম্বুলেন্সে যোগে স্টেডিয়াম ছাড়েন টাইগার এই ব্যাটার।
আঙুলের চোটে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন সৌম্য। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে জানা গিয়েছিল, তার আঙুলে পাঁচ সেলাই লেগেছে। ঢাকা পোস্টকে এমনটাই জানিয়েছেন দলের সঙ্গে থাকা ম্যানেজার নাফিস ইকবাল।
আঙুলের চোটে শেষ টি-টোয়েন্টিতো বটেই, আসন্ন বিপিএলেরও বেশ কিছু ম্যাচ মিস করতে যাচ্ছেন টাইগার এই ব্যাটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।