বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সৌরবিদ্যুচ্চালিত স্মার্টওয়াচ তৈরিতে কাজ করছে সুইস বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গারমিন। সম্প্রতি প্রকাশিত পেটেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে। পাশাপাশি ডিভাইসটিতে উন্নত ভিউয়িং সুবিধাও দেয়া হবে। খবর গিজমোচায়না।
বর্তমান সময় প্রযুক্তি বাজারে সৌরবিদ্যুচ্চালিত স্মার্টওয়াচের চাহিদা শীর্ষে রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রযুক্তির ওয়্যারেবল ডিভাইস বাজারজাতও করছে। এ প্রযুক্তির কারণে স্মার্টওয়াচের ব্যাটারি দীর্ঘস্থায়ী ও টেকসই হয়। বাজারে অধিক ব্যাটারি লাইফসম্পন্ন এবং উন্নত সোলার চার্জিং প্রযুক্তির একাধিক স্মার্টওয়াচও রয়েছে। গারমিন ওলেড ডিসপ্লের নতুন একটি স্মার্টওয়াচ তৈরিতে পেটেন্ট আবেদন করেছে। যেখানে অধিক ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ওলেড ডিসপ্লেতে উন্নত ভিউয়িং অভিজ্ঞতাও দেবে।
পেটেন্ট ডকুমেন্টের নথিতে বলা হয়, গারমিন তাদের ওলেড ডিসপ্লেতে এমন প্রযুক্তি ব্যবহার নিশ্চিতে কাজ করছে, যেটির মাধ্যমে ভবিষ্যতে স্মার্টওয়াচে চার্জ দেয়া যাবে। ওলেড ডিসপ্লের সাবপিক্সেলে দ্য ফটোভোলটায়িক সেল ছড়ানো থাকবে। গারমিন এরই মধ্যে বেশকিছু স্মার্টওয়াচ বাজারজাত করেছে, যেগুলো মেমোরি ইন পিক্সেল (এমআইপি) ডিসপ্লের মাধ্যমে সোলার চার্জিং চালু করে। তবে ওলেড ডিসপ্লের নতুন সোলার চার্জিং প্রযুক্তি এমআইপিকে ছাড়িয়ে যাবে। পেটেন্টকৃত নতুন চার্জিং প্রযুক্তি স্মার্টওয়াচে অধিক রিফ্রেশ রেট এবং সরাসরি সূর্যের আলোর নিচে ভালো ভিউয়িং অভিজ্ঞতা দেবে।
গারমিন যখন আনুষ্ঠানিকভাবে নতুন ওলেড ডিসপ্লে প্রযুক্তির পেটেন্ট পেয়ে যাবে তখন স্মার্টওয়াচ উৎপাদনে বেশ পরিবর্তন আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে প্রচলিত স্মার্টওয়াচগুলোয় থাকা সোলার চার্জিং প্রযুক্তির উন্নয়ন হবে এবং ভবিষ্যতে আরো ফিচারসমৃদ্ধ ডিভাইস বাজারজাত করা হবে। তবে নতুন পেটেন্ট ও সৌরবিদ্যুৎ প্রযুক্তির বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।