স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। ভারতের মাটিতে চলছে বিশ্বকাপের মহারণ। কোন দেশ এবার চ্যাম্পিয়ন হবে তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা।
বিশেষ করে গত ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল আফগানিস্তানের কাছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড হেরে যাওয়ায় বিস্ময়ের সৃষ্টি করেছে। এ বিষয়ে ক্রিকেট বিশেষজ্ঞরাও তাদের মতামত জানাচ্ছেন।
২০১১ সালে শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। এমএস ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। তার পর ১২ বছরের অপেক্ষা। ফের একবার দেশের মাটিতে হচ্ছে বিশ্বকাপ।
ওডিআই বিশ্বকাপে ঘরের মাঠে শুরুটা দুরন্ত করেছে ভারতীয় দল। পর পর তিনটি ম্যাচ জিতেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ৮-০ করেছে টিম ইন্ডিয়া।
যতই ম্যাচ এগোচ্ছে ওডিআই বিশ্বকাপ, ততই বাড়ছে উন্মাদনা ও উত্তেজনা। কোন দেশ এবার চ্যাম্পিয়ন হবে তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। নানা ক্রিকেট বিশেষজ্ঞরাও তাদের মতামত জানাচ্ছেন।
এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোন দেশ তা নিয়ে নিজের মতামত জানালেন সাবেক ভারতীয় অধিনায়ক তথা সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন তিনি।
সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ভারত ঠিক সময় পিক করেছে। টানা তিন ম্যাচে জয়। খুব ভালো এগোচ্ছে।’
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল যেভাবে পারফর্ম করছে, ক্রিকেটাররা যেভাবে দায়িত্ব নিয়ে পারফর্ম করছেন তারও প্রশংসা করেন সৌরভ।
এ ছাড়া কোন দল চ্যাম্পিয়ন হতে পারে এই বিষয়েও ভারতকে শুধু এগিয়ে রাখা নয়, এই দল চ্যাম্পিয়ন হবে বলে সাফ জানিয়ে দেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘এই দল ফেভারিট। আমার মনে হচ্ছে ভারতই চ্যাম্পিয়ন হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।