স্পোর্টস ডেস্ক: গত সাত মাসে বেশ আশ্চর্যজনকভাবেই সাত অধিনায়কের দেখা পেয়েছে ভারতীয় ক্রিকেট। তারা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ ও শিখর ধাওয়ান। একেক সিরিজে দলটির একেকজনের নেতৃত্বে খেলাটা যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও অসহায়ত্ব প্রকাশ করে বলেছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে!
ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি জামানা শেষ হতেই এই নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। এখন তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু রোহিত চোট, বিশ্রাম আর করোনা মিলিয়ে অনেকটা সময় ধরে মাঠের বাইরে আছেন। তার জায়গায় সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রিত বুমরাহর মতো তরুণ ক্রিকেটার। আসছে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে শিখর ধাওয়ানকে।
এভাবে বারবার অধিনায়ক বদল নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমি পুরোপুরি একমত, এত অল্প সময়ের মধ্যে সাতজন আলাদা অধিনায়ক থাকা আদর্শ ব্যাপার নয়। কিন্তু এটি অনিবার্য পরিস্থিতির কারণে ঘটেছে। যেমন রোহিত দক্ষিণ আফ্রিকায় সাদা বলের সিরিজে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এই সফরের আগে সে চোটে পড়ল। তাই আমরা লোকেশ রাহুলকে ওয়ানডের নেতৃত্ব দিয়েছিলাম। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি শুরু হওয়ার এক দিন আগে সেও চোটে পড়ল। ‘
নিজের ৫০তম জন্মদিনে দেওয়া এই সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি আরো বলেন, ‘ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলার সময় রোহিত কভিড আক্রান্ত হলো। এই পরিস্থিতিতে কারো দোষ নেই। সূচিই এমন যে আমাদের খেলোয়াড়দের বিশ্রাম দিতে হচ্ছে এবং এরপর চোটাঘাত তো আছেই। এ ছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটিও মাথায় রাখতে হয়। প্রতিটি সিরিজে প্রধান কোচ রাহুলের (দ্রাবিড়) অবস্থাটা আমরা বুঝতে পারি। অনিবার্য পরিস্থিতির কারণে আমাদের নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।