বিনোদন ডেস্ক : মালয়েশিয়ার তারকা দম্পতি অভিনেতা শামসুল ইউসুফ (৩৯) ও সারাহ লিয়ানার (৩৭) আনুষ্ঠানিক বিয়েবিচ্ছেদ হয়েছে। এর আগে বছরজুড়ে পারিবারিক কলহের কারণে আলোচনায় ছিলেন এই তারকাজুটি।
২০১৪ সালে বিয়ে হয়েছিল তাদের। সম্প্রতি মালয়েশিয়ার সংবাদমাধ্যম এমস্টারের বরাতে দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, বুধবার কুয়ালালামপুরের লোয়ার সিরিয়ার আদালতে সুপারহিট ‘ম্যাট কিলাউ’ (২০২২) সিনেমার পরিচালক-অভিনেতা ইউসুফ তার প্রথম স্ত্রী সারাহকে ডিভোর্স দিয়েছেন।
শামসুল ও সারাহর দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে। সাইখুল ইসলামের বয়স ছয় এবং সুমাইয়ার বয়স চার। দুই তারকার মধ্যে বিচ্ছেদ হলেও তাদের সন্তান মা সারাহর হেফাজতে থাকবে বলে জানিয়েছে আদালত। তবে কোনো সীমাবদ্ধতা ছাড়াই সন্তানদের সঙ্গে সময় কাটাতে পারবেন বাবা শামসুল।
বাবা হিসেবে অভিনেতা শামসুল আগামী জুলাই মাস থেকে মাসিক সহায়তা হিসেবে মালয়েশিয়ান ছয় হাজার রিঙ্গিত প্রদান করবেন। প্রতিটি সন্তানের জন্য সাড়ে তিন হাজার মালয়েশিয়ান রিঙ্গিতের একটি বীমা এবং বার্ষিক অবকাশ ফি হিসেবে পাঁচ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত প্রদান করবেন।
এ ব্যাপারে শামসুল বলেন, আমি আমার সন্তানদের সব প্রয়োজনীয় খরচ বহন করব। সবকিছু ঠিক আছে এবং ভালো আছে।
এছাড়া স্ত্রী সারাহকে খোরপোষ হিসেবে ১৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিতও দেবেন। যা সাধারণত একজন পুরুষের তার স্ত্রীকে তালাক দেয়ার পর পরপর তিন মাসের জন্য দিতে হয়।
বিচারক অভিনেত্রী সারাহকে ইসলামী আইন অনুযায়ী তিন মাস ইদ্দাহ (একজন নারী অন্য পুরুষকে বিয়ে করতে পারে না।) পালন করার নির্দেশ দিয়েছেন।
মালয়েশিয়ান অভিনেত্রী ইরা কাজার (২৭)-এর সঙ্গে পরকীয়া সম্পর্কের স্ক্যান্ডাল ফাঁসের এক বছর পর শামসুলের সঙ্গে বিচ্ছেদ হলো অভিনেত্রী সারাহর।
এর আগে ২০২২ সালে সারাহ স্বামী শামসুলের বিরুদ্ধে ২০১৯ সাল থেকে ইরা কাজারের সঙ্গে সম্পর্কে থাকার অভিযোগ করেছিলেন। সেই সময় অভিনেতা এ অভিযোগ অস্বীকার করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।