রাজধানীর কাওরানবাজারে বুটিক হোটেল ‘স্টুডিও২৩’ এর যাত্রা শুরু

জুমবাংলা ডেস্ক: জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার (৯ জুন) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আন্তর্জাতিক মানের বুটিক হোটেল ‘স্টুডিও২৩’।

রাজধানীর কাওরানবাজারস্থ পশ্চিম তেজতুরি বাজারে হোটেলটির উদ্বোধন করেন এপিক গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান প্রকৌশলী এস. এম. লোকমান কবির, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান ও পরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।

প্রকৌশলী এস. এম. লোকমান কবির বলেন, ‘আন্তর্জাতিক মানের সব হস্পিটালিটি ফ্যাসিলিটিজ নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে স্টুডিও২৩। আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান বলেন, ‘এটি একটি আধুনিকমানের বুটিক হোটেল। ব্যস্ত নগরী ঢাকার প্রানকেন্দ্রে অবস্থিত এই হোটেলে অনেকটাই কোলাহলমুক্ত ঘরোয়া পরিবেশে সম্মানিত অতিথিগণ অবস্থান করতে পারবে। হোটেলের নান্দনিক ডিজাইন ও অ্যামিনিটিজে আভিজাত্যের ছোয়া পাবেন আগত অতিথিগণ।’

মেলার উদ্বোধনী বক্তব্যে প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘এটি শুধু একটি হোটেল নয়, এটি সম্পূর্ণ মনোরম পরিবেশে যে কোন কর্পোরেট অনুষ্ঠান আয়োজন করার জন্য উপযুক্ত স্থান। কেননা, এই হোটেলই রয়েছে ডাইন২৩ ও ক্যাফে২৩। যেখানে অতিথিরা হোটেলে অবস্থান করার পাশাপাশি প্রায় সব ধরনের ডাইনিং ও কফি শপের সার্ভিস উপভোগ করতে পারবেন।’

অনুষ্ঠানে হোটেল সম্পর্কে বিস্তারিত আগত অতিথিদের মাঝে তুলে ধরেন হোটেলের জি.এম. আকিন চাঁন চৌধুরি।

সুপেরিয়র কিং, ডিল্যাক্স কুইন ও এক্সিকিউটিভ টুইন মানের ৩ টি ক্যাটাগরিতে মোট ৩২টি রুম রয়েছে এই বুটিক হোটেলটিতে।

উল্লেখ্য, স্টুডিও২৩ এপিক গ্রুপ অব কোম্পানিজের নতুন একটি ভেঞ্চার, যার মাধ্যমে ২০ বছর পাড়ি দেয়া কোম্পানিটি হসপিটালিটি ব্যবসায় প্রবেশ করল।