স্টুডেন্টদের জন্য ফাইনান্স ম্যানেজমেন্ট টিপস

স্টুডেন্টদের ফাইনান্স ম্যানেজমেন্ট

টাকা পয়সা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে এটি বেশ জটিল বিষয় বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। কিভাবে অর্থকে কাজে লাগানো যায় এবং ভবিষ্যতের জন্য আর্থিক ভাবে নিজেকে প্রস্তুত করা যায়, তা প্রতিটি শিক্ষার্থীরই জানা উচিত।যেন পরবর্তীতে এটি তাদের জন্য চাপ সৃষ্টি করতে না পারে। টাকা নিয়ে এই হিসাব-নিকাশকে বইয়ের ভাষায় বলা হয়ে থাকে অর্থ ব্যবস্থাপনা বা মানি ম্যানেজমেন্ট।

স্টুডেন্টদের ফাইনান্স ম্যানেজমেন্ট

এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তার অর্থনৈতিক স্থিতিশীলতা বা একটি নির্দিষ্ট লক্ষ পূরণ করে বিভিন্ন পরিকল্পনা এবং অর্থের লাগাম টানার মাধ্যমে। তবে এই ব্যপারটা শুনতে যতটা সহজ মনে হয় বাস্তব জীবনে অনেকে নিজের  সঠিক অর্থ ব্যবস্থাপনা করতে হিমশিম খান। এর মূল কারণ বেশির ভাগ মানুষ আসলে জানেনা অর্থ ব্যবস্থাপনা আসলে কি। আবার অনেক পরিবারে বাবা-মা এই ব্যপারটা বুঝতে পারলেওতারা তাঁদের সন্তানদের তা শেখাতে পারেনা। এর কারণ তারা নিজেটাই এই ব্যাপারটার নিয়ে পরিষ্কার ধারণা রাখেনা।

ক্রেডিট কার্ডের সঠিক ব্যবহার

অনেক শিক্ষার্থী  ক্রেডিট কার্ডের সঠিক ব্যবহার সম্পর্কে জানে না। তাই অনেক সময় তারা ঋণের খপ্পরে পরে যায়। এই বিষয়ে শিক্ষার্থীদের ভাবতে হবে তাঁদের আসলেই এই কার্ডের প্রয়োজন আছে  কিনা এবং কোথায় তার প্রয়োগ করতে হবে। চাইলে ক্রেডিট কার্ডে নির্দিষ্ট টাকার অংকে বেধে দেওয়া যেতে পারে। এই ব্যপারে মা-বাবার সচেতন হতে হবে, বুঝতে হবে যে এই ছাত্র অবস্থায় চার সন্তানের ক্রেডিট কার্ড আসলেই লাগবে কিনা। যদি লাগে তবে তার সঠিক ব্যবহারটাও মা-বাবাকেই শিখাতে হবে।

চাহিদা এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য

চাহিদা এবং প্রয়োজন এই দুইটি বিষয়ের মধ্যে আপনাকে পার্থক্য বুঝতে হবে। তবেই আপনি আপনার টাকার অপচয় কমিয়ে আনতে পারবেন। যেমন ধরুন আপনার বাসা ভাড়া হল আপনার প্রয়োজন এছাড়া আপনি থাকতে পাড়বেন না। অন্য দিকে নেটফ্লিক্স বা স্পটিফাই এর মতো অ্যাপের বিল পরিশোধ করা আপানার চাহিদা যার বিকল্প আপনি বেছে নিতে পারবেন। তাই সবার জন্যই এই বিষয় দুটির পার্থক্য বোঝা যুক্তি সঙ্গত ব্যপার যা  অতিরিক্ত অর্থ খরচ থেকে আপনাকে বাচাবে।

স্বয়ংক্রিয় বা নিয়মতান্ত্রিকভাবে সঞ্চয় করুন

পরিবার থেকে পাওয়া টাকা কিংবা অন্য যেকোনো আয়ের একটি নির্দিষ্ট অংশ আলাদাভাবে রেখে দিন।যেন এই নির্দিষ্ট অংশ টাকা আপনার কখনও ছিল না। এই কাজে ব্যাংক এর সাহায্য নিতে পারেন যেন তারা আপনার ২০% টাকা সঞ্চয় হিসাবে রেখে দেয়। অথবা এর জন্য আপনি মোবাইল ব্যাংকিং এর দ্বারস্থ হতে পারেন।

বাজেট তৈরি করুন

শুনতে একঘেয়ে লাগলেও এটিই সবথেকে জটিল কাজ এবং প্রতিদিন এটা করা দরকার। খরচকে নিয়ন্ত্রণ করতে, আগাম খরচের আভাস পেতে এবং জীবনযাত্রাকে আরও ভালো করার জন্য আগেভাগে আপনার খরচের উপযুক্ত বাজেট করে নেওয়া প্রয়োজন। আগাম বাজেট করা থাকলে সঠিক সময়ে দেনা শোধ করতেও সুবিধা হবে। ভবিষ্যতে খরচের জন্য টাকা জমা করেও রাখা যাবে। আগেভাগে বাজেট করে রাখা আসলে জীবনে ভারসাম্য রক্ষা করা।

খরচের হিসেব রাখুন

প্রতিদিন আমরা যে খরচ করি, বেশিরভাগ সময়েই সে হিসেব রাখা সম্ভব হয় না। আর্থিকভাবে সদা-সক্ষম হয়ে উঠতে এটাই এড়িয়ে চলার পরামর্শ। নগদে বা ক্রেডিট কার্ডে, খরচ যখন আর যেভাবেই করুন না কেন, হিসেব রাখতেই হবে। এতে জীবনে এগিয়ে চলার পথে আর্থিক পথটা আরও সুগম হবে।