Advertisement
স্পোর্টস ডেস্ক : মাত্র কদিন আগেই টিকটকে জয়েন করেছেন ওয়ার্নার। আর এতদিনের ক্ষতি পুষিয়ে নিতেই যেন একের পর এক মজার ভিডিও আপলোড করে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন।।

এর আগে মেয়ের সঙ্গে বলিউড সং ‘শিলা কি জাওয়ানি’তে কোমর দুলিয়েছিলেন। নাচে পারঙ্গম ওয়ার্নার এবার হাজির হলেন স্ত্রী ক্যানডিডাকে নিয়ে।
ওয়ার্নার দম্পত্তির পছন্দে এবারও ভারতীয় গান। আইপিলের দল সানরাইজার্স হায়দরাবাদের জার্সি পরে তামিল সিনেমার জনপ্রিয় গান ‘বুট্টা বুমা’তে স্ত্রীর সঙ্গে দারুণ পারফর্ম করেন ওয়ার্নার। এবারও তার এই নাচে উপস্থিতি ছিল কন্যার। তবে সে সামনে আসেনি, ব্যাকগ্রাউন্ডেই বাবা মায়ের সঙ্গে তাল মিলিয়েছে।
ওয়ার্নারের সেই টিকটক ড্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সময় নেয়নি। বিনোদনের ফেরিওয়ালা এই ক্রিকেটার যে ভক্ত সমর্থকদের কাছেও ভীষণ প্রিয়!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



