জুমবাংলা ডেস্ক: জয়পুরহাটে সদর উপজেলার কোমর গ্রাম-পশ্চিমপাড়া গ্রামে স্ত্রীর সঙ্গে ঝগড়া করায় ছেলের ইটের আঘাতে মা ছুফিয়া বেগমের (৬৮) মৃত্যু হয়েছে। রোববার ইফতারের আগে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জেলার কালাই থানার শালগুন এলাকা থেকে পুলিশ নিহতের ছেলে উজ্জ্বল হোসেনকে (৩১) আটক করেছে। তবে ছেলের বউ মেনেকা বেগমকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত ছুফিয়া বেগম জয়পুরহাটের সদর উপজেলার কোমর গ্রাম-পশ্চিমপাড়া গ্রামে তছলিম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ইফতারের আগ মুহূর্তে বাড়ির উঠানে চুলা থেকে ছাই উঠানো নিয়ে শাশুড়ি ছুফিয়া বেগম ও ছেলে উজ্জ্বল হোসেনের স্ত্রী মেনেকা বেগমের ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে উজ্জ্বল রাগান্বিত হয়ে মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করলে মা রক্তাক্ত (গুরুত্বর) জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
প্রতিবেশীরা গুরুত্বর আহতাবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেয়। তার অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠালে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে ছুফিয়া বেগমের মৃত্যু হয়।
জয়পুরহাট থানার ওসি একেএম আলমগীর জাহান জানান, এ ব্যাপারে সোমবার দুপুরে ছুফিয়া বেগমের ভাই মজিবুর রহমান বাদী হয়ে জয়পুরহাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।