
ইতালীয়ানরা সামাজিক মাধ্যমে ওই ব্যক্তির নাম দিয়েছেন ‘ফরেস্ট গাম্প’।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি দেশটির উত্তর কোমো এলাকা থেকে টানা ৪৫০ কিলোমিটার হেঁটে ফানো অঞ্চলে পৌঁছান। ঐ অঞ্চলে রাত দুইটায় পুলিশ তাকে আটক করে। সেসময় ঐ অঞ্চলে কারফিউ চলার দায়ে তাকে আটক করে পুলিশ। সেইসঙ্গে আইন অমান্য করার দায়ে পুলিশ তাকে ৪৮৫ ডলার জরিমানা করে।
সামাজিক মাধ্যমে এই ঘটনা ভাইরাল হওয়ার পর অনেক ব্যবহারকারী ওই ব্যক্তিকে ‘হিরো’ উপাধিতে ভূষিত করেছেন এবং তার যে জরিমানা করা হয়েছে এর কড়া প্রতিবাদ করেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ওই ব্যক্তিরে জরিমানা না করে পুরস্কিত করা উচিৎ।
স্ত্রীর সঙ্গে জগড়া করা ওই ব্যক্তি পুলিশকে বলেন, আমি এখানে পায়ে হেঁটে এসেছি। আমি কোন যানবাহন ব্যবহার করিনি।
তিনি আরও বলেছেন, রাস্তায় অনেকে আমায় খাবার এবং পানি দিতে চেয়েছিল। আমি ভাল আছি তবে একটু ক্লান্ত।
পুলিশ বলেছেন, ওই ব্যক্তির নাম যাচাই করতে গিয়ে দেখেন এক সপ্তাহ আগে তার স্ত্রী ঐ ব্যক্তির নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানান।
পরবর্তীতে ঐ ব্যক্তির স্ত্রীকে পুলিশ ফোন করলে তিনি তাকে এসে নিয়ে যান। বিবিসি, ইনডিপেন্ডেন্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


