Advertisement
জুমবাংলা ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর ইউএনবি’র।
ওসি বখতিয়ার নিজেই এ তথ্য জানিয়ে বলেন, তার নমুনা পরীক্ষার প্রতিবেদন পজেটিভ এসেছে জানার পরই তিনি হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন।
এদিকে, উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে নয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন পাঁচজন।
এ নিয়ে নাঙ্গলকোটে মোট ৮৯ জন করোনায় আক্রান্ত হলেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুজনের এবং সুস্থ হয়েছেন ৫৩ জন।
নতুন আক্রান্তদের বাড়ি বুধবার বিকালে উপজেলা প্রশাসন লকডাউন করেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।