স্পোর্টস ডেস্ক : করোনার সংক্রমণ এড়াতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। ব্যতিক্রম নয় অস্ট্রেলিয়াও। ফলে ঘরবন্দি হয়ে রয়েছেন দেশটির তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। স্ত্রী-সন্তানদের সময় দিচ্ছেন তিনি।
পরিবারের প্রিয়জনদের সঙ্গে খুনসুটি করে সময় কাটাচ্ছেন ওয়ার্নার। এর কিছু কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করছেন তিনি। সম্প্রতি টিকটকে নিজের মেয়ে ও স্ত্রীর সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন অজি বাঁহাতি বিস্ফোরক ওপেনার। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে।
তাতে দেখা যাচ্ছে, ওয়ার্নারের পাশে দাঁড়িয়ে আছেন স্ত্রী ক্যানডিস এবং সামনে তাদের মেয়ে ইন্ডি। সুর-তাল-লয় মিলিয়ে তামিল গানের সঙ্গে নাচছেন তারা।।
শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন ওয়ার্নার। ক্যাপশনে লেখেন, আমরা আবার ফিরে এলাম।
এটি এখন পর্যন্ত সোয়া নয় লাখ বারের বেশি দেখা হয়েছে। লাইক পড়েছে ৪ লাখের কাছাকাছি।
এ ভিডিও দেখে ওয়ার্নারের প্রশংসায় মেতেছেন তার ভারতীয় ভক্তরা। একজনলিখেছেন, তামিলনাড়ুর ভাইদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আরেকজন বলেছেন, এ দুঃসময়ে ক্রিকেটপ্রেমীদের বিনোদিত করতে পারেন একমাত্র ক্রিকেটাররাই।
তথ্যসূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।