জুমবাংলা ডেস্ক: নিখোঁজের ২০ দিন পর ঢাকা থেকে সজল কুমার রায় (৪৩) নামে এক কেমিক্যাল ব্যবসায়ীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। ঢাকা থেকে কিছু লোক ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছিলেন স্ত্রী। তবে উদ্ধারের পর ওই ব্যবসায়ী দাবি করেন, তিনি অপহৃত হননি, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। চট্টগ্রামে বন্ধুর সঙ্গে ঘুরছিলেন। উদ্ধারের পর তাকে ঢাকায় আনা হয়েছে। উত্তরা-পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন মঙ্গলবার (২৪ অক্টোবর) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সজল একজন কেমিক্যাল ব্যবসায়ী। গত ৪ অক্টোবর তার স্ত্রী থানায় অভিযোগ করেন, গত ৩ অক্টোবর সজল ডাক্তার দেখাতে বাইরে গেলে কিছু লোক তাকে তুলে নিয়ে যায়। ব্যবসার বিরোধের জেরে তাকে তুলে নেওয়া হতে পারে বলে তিনি দাবি করেন।
অভিযোগ পাওয়ার পরই উত্তরা পশ্চিম থানার একটি টিম তাকে উদ্ধারে নামে। প্রযুক্তির সহযোগিতায় তার অবস্থান চট্টগ্রামে নিশ্চিত হওয়া যায়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ঝুঁকি মাথায় নিয়েই সজলকে উদ্ধারে চট্টগ্রামে পৌঁছায় পুলিশ। কিন্তু নির্দিষ্ট স্থানে গিয়ে দেখা যায়, ব্যবসায়ী সজল তার এক বন্ধুসহ সেখানে একটি হোটেলে পরটা-ভাজি খাচ্ছেন। তাকে কেউ অপহরণও করেনি।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, পাওনাদারদের হাত থেকে রক্ষা পেতে নিজেই পালিয়ে গিয়ে অপহরণের নাটক সাজিয়েছেন। তিনি প্রথমে কিছুদিন গাজীপুর ছিলেন, এরপর মোহাম্মদপুরও থাকেন কয়েকদিন। এরপর চট্টগ্রামে চলে যান। এখানে এক বন্ধুর সাথে ঘুরছিলেন, ফিরছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।