স্ত্রী রোজাকে নিয়ে ভালোবাসা দিবসের পরিকল্পনা জানালেন তাহসান

স্ত্রী রোজাকে নিয়ে ভালোবাসা

স্ত্রী রোজাকে নিয়ে ভালোবাসাবিনোদন ডেস্ক : কিছুদিন আগেই বিয়ে করেছেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। বছরের শুরুতেই মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে আলোচনা শুরু হয় এই গায়ককে নিয়ে। সদ্যই হানিমুন সেরে দেশে ফিরেছেন রোজা ও তাহসান। আর এবার তাহসান ব্যস্ত তার কাজ নিয়ে। স্ত্রী রোজা আহমেদকে সঙ্গে নিয়ে একটি গানের শুটিংয়ে দেখা গেল তাহসানকে।

তাহসান আর রোজার শুটিং সেটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। নেটিজেনদের অনেকেই ভেবেছিলেন হয়তো তাহসানের গানে দেখা যাবে রোজাকে। তবে এবার সংবাদমাধ্যমে নিজের ভাবনা স্পষ্ট জানালেন এই গায়ক। তাহসান জানান, রোজাকে পর্দায় কিংবা গানে আনার কোনো চিন্তা করছেন না তিনি।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন তাহসান। সেখানে তার কাজ প্রসঙ্গে নানান আলোচনা করেন সংগীতশিল্পী। শুধু তাই নয়, আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনার কথাও জানালেন তিনি। ‘জংলি’তেও ‘জনম জনম’ নামে একটি গানের কাজ করেছেন তিনি। এছাড়াও এবারের ভালোবাসা দিবস উপলক্ষ্যে থাকছে তাহসানের আরও কয়েকটি গান।

ভালোবাসা দিবস প্রসঙ্গে তাহসানের ভাষ্য, একটা সময় ভালোবাসা দিবস মানেই ছিল ভক্তদের কাছে আমার নাটক, আমার কাজ। তবে শেষ কয়েকটি ভালোবাসা দিবসে কাজ তেমন হয়নি, অভিনয় প্রায় ছেড়ে দিয়েছি।

ভালোবাসা দিবস কীভাবে দেখেন তাহসান জানতে চাইলে জবাবে তিনি বলেন, ভালোবাসা দিবসের অর্থ একেকজনের কাছে একেকরকম। আমার কাছে এটি শুধুই ভালোবাসা উদযাপনের দিন। ৩৬৫ দিনের মাঝে ভালো একটা মুহূর্ত উদযাপনের জন্য কয়টা দিনই বা আছে। আমার মনে হয়, মানুষ জাজমেন্টাল না হয়ে অন্তত এই একটা দিন খুব সেলিব্রেট করুক।

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই আরেক নায়িকার সাথে ঘনিষ্ঠ হলেন সৃজিত!